Facebook অধীনস্থ মেসেজিং অ্যাপ সংস্থা Whatsapp বিভিন্ন সময়ে ইউজারদের জন্য নানারকমের আকর্ষনীয় ফিচার নিয়ে আসে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ আর্কাইভ চ্যাট ফোল্ডারের চ্যাট সেকশনে জায়গা ও নোটিফিকেশন সংক্রান্ত নতুন বদল এনেছে।
newsGoogle Facebook WhatsApp India IT Rules: ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে যাবতীয় তথ্য শেয়ার করেছে Google, Facebook বা WhatsApp-এর মতো সোশ্যাল মিডিয়া জায়ান্ট। কিন্তু Twitter-এর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া দেওয়া হয়নি বলেই সরকারের তরফে থেকে জানানো হয়েছে।