newsGoogle Facebook WhatsApp India IT Rules: ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে যাবতীয় তথ্য শেয়ার করেছে Google, Facebook বা WhatsApp-এর মতো সোশ্যাল মিডিয়া জায়ান্ট। কিন্তু Twitter-এর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া দেওয়া হয়নি বলেই সরকারের তরফে থেকে জানানো হয়েছে।