সমাজের অন্য দশজন মানুষের মতো সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন ইমান আলী (৫২)। দিনমজুরি করতেন আর সেই টাকা দিয়ে চলত ছয় সদস্যের সংসার। নিজের বাড়ি ছিল, ছিল চাষাবাদের সামান্য জমি। ইমান আলীর স্বপ্ন ছিল ছেলে-মেয়েদের লেখাপড়া করাবেন, ভালো জায়গায় বিয়ে দেবেন। কিন্তু ইমান আলীর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সামান্য জ্বর থেকে তার অর্ধেক দেহ নিস্তেজ (পক্ষাঘাতগ্রস্ত) হয়ে ধীরে ধীরে কর্মক্ষমতা হ�