চাকরি বাতিলের নির্দেশ শোনার পরই কেঁদে ফেলেন শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকার। তাঁকে টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আদালতের নির্দেশ, আগামী ৬ জুনের মধ্যে ববিতাকে ১৫ লক্ষ ৯২ হাজার ৮৪৩ টাকা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। সেই টাকা তুলে দেওয়া হবে নতুন চাকরি প্রাপক অনামিকার হাতে।
২০১৮-তে চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। ২০২২-এর ২০ মে চাকরি হারান মন্ত্রীকন্যা। ববিতা সেই একই চাকরি হারালেন ২০২৩-এর ১৬ মে। চাকরি পেলেন অনামিকা। একই চাকরির মালিক বদলাল তিন বার।
প্রথম মামলায় তাঁর দেওয়া ৩৬ হাজার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের রায় সংশোধন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় মামলায় ববিতা সরকারকে দেওয়া চাকরি বাতিল করেন।
The CBI on Thursday summoned SSC scam petitioner Babita Sarkar to interrogate her for further probe in the scam.
According to CBI sources, Babita was quizzed for three hours and also that she had cooperated with the interrogation.