কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্রদেশ কংগ্রেস কমিটিগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে, তাঁরা যেন অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীকেই প্রদেশ সভাপতি মনোনীত করতে অনুরোধ করেন।
ভবানীপুরের ‘বিভ্রান্তি’ থেকে শিক্ষা নিয়ে এ বার আর আগ বাড়িয়ে হাত ধরতে চায় না সিপিএম। কংগ্রেসের তরফে প্রস্তাব পেলে তারা অবশ্য ভেবে দেখবে বলে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর।