শিরিনা (১১) নামের মেয়েটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিল্পাঞ্চল মেঘনাঘাট নিউটাউনে সারা দিন বৃষ্টি বাদলের দিনে কান্নাকাটি করছিল। বিষয়টি নিউটাউন মার্কেটের জান্নাত হজ ট্রাভেলসের সত্ত্বাধিকারী হাজী আবু হানিফের চোখে পড়ে। সকাল থেকে অপরিচিত মেয়েটিকে কাঁদতে দেখে বিকালে মেয়েটির নাম জানতে চাইলে সে জানায় তার নাম শিরিনা। বাবার নাম সেন্টু মিয়া, মায়ের নাম মর্জিন