comparemela.com


শিরিনা (১১) নামের মেয়েটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিল্পাঞ্চল মেঘনাঘাট নিউটাউনে সারা দিন বৃষ্টি বাদলের দিনে কান্নাকাটি করছিল। বিষয়টি নিউটাউন মার্কেটের জান্নাত হজ ট্রাভেলসের সত্ত্বাধিকারী হাজী আবু হানিফের চোখে পড়ে। সকাল থেকে অপরিচিত মেয়েটিকে কাঁদতে দেখে বিকালে মেয়েটির নাম জানতে চাইলে সে জানায় তার নাম শিরিনা। বাবার নাম সেন্টু মিয়া, মায়ের নাম মর্জিনা বেগম, দাদার নাম সুলতান, দাদির নাম আমেনা বেগম, নানা মতিন মিয়া ও নানি জয়গুন। মৃদুল নামে তার একটি ছোট ভাই রয়েছে।
শিরিনা আরো জানায়, গাবগলী-কালীবাড়ি-মুক্তাগাছা-ময়মনসিংহ হতে সুফিয়া নামের তার প্রতিবেশী নানির সঙ্গে গতকাল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। প্রতিবেশী নানি মেয়েটিকে রেখে চলে গেছে। তার এলাকার চেয়ারম্যানের নাম লেবু চেয়ারম্যান বলে জানায় সে। রাতে কোথায় যাবে কোথায় থাকবে বলে অসহায়ের মতো কাঁদতে থাকে।
মেয়েটির এ অসহায় অবস্থা দেখে তার নিরাপত্তার কথা ভেবে হাজী আবু হানিফ সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং মেয়ের বাবা-মার সন্ধান চেয়ে সোনারগাঁ থানা পুলিশসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন। 
এছাড়াও আবু হানিফ মানবিক সহযোগিতা চেয়ে মেয়ের বাবা-মা ও আত্মীয় পরিচিতদের দৃষ্টিগোচর করতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নিজের মোবাইল নম্বর দিয়ে (০১৮১৯৮২৪১৩২) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউপির মানবিক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, হাজী আবু হানিফের মানবিক কাজে আমরা গর্বিত। আমরা নানাভাবে মেয়েটির বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
সাতদিনের সেরা

Related Keywords

Morzina Begum ,Abu Hanif Sonargaon ,Amena Begum ,Santo Mia ,Abu Hanif , ,Sonargaon District ,Market Paradise Hajj Travels ,Haji Abu Hanif ,Her Name ,Name Santo Mia ,Name Sultan ,Name Amena Begum ,Name Lemon Chairman ,Haji Abu Hanif Sonargaon ,Masudur Baby Masum ,அமீனா பிச்சம் ,அவள் பெயர் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.