প্রকাশ্যে এভ্রিলের ‘আঙুল’ প্রকাশিত: ১২:৫৭, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:২২, ৩০ জুলাই ২০২১
বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এভ্রিল। তার বালিশের পাশে রাখা মুঠোফোন ও একটি বই। হঠাৎ বেজে উঠে ফোন। কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ একজন ফিসফিস করে ‘চিত্রা’ বলে ডাকতে থাকে। একরাশ উৎকণ্ঠা নিয়ে জেগে উঠেন তিনি। দৃশ্যটি বাস্তবের নয়, ‘আঙুল’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। ইভান মনোয়ার পরিচালিত এই চল�