comparemela.com


প্রকাশ‌্যে এভ্রিলের ‘আঙুল’
প্রকাশিত: ১২:৫৭, ৩০ জুলাই ২০২১  
আপডেট: ১৭:২২, ৩০ জুলাই ২০২১
বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এভ্রিল। তার বালিশের পাশে রাখা মুঠোফোন ও একটি বই। হঠাৎ বেজে উঠে ফোন। কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ একজন ফিসফিস করে ‘চিত্রা’ বলে ডাকতে থাকে। একরাশ উৎকণ্ঠা নিয়ে জেগে উঠেন তিনি। দৃশ‌্যটি বাস্তবের নয়, ‘আঙুল’ নামে স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রের। ইভান মনোয়ার পরিচালিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল নাঈম এভ্রিল।
কয়েক দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এর গল্পে দেখা যায়—চিত্রার জীবনে আসা প্রায় সব পুরুষই তার দিকে আঙুল তুলে জীবন দুর্বিষহ করে ফেলেছে। একদিন হাইওয়েতে চিত্রার কাছে লিফট চায় কবীর। গাড়িতে উঠার পর কবীর চিত্রার শরীরে টাচ করে। হঠাৎ চিত্রা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে কবীরের আঙুল কেটে ফেলে। ঘোষণা দেয়—‘যতবার নারীর ওপর পুরুষের আঙুল উঠবে, সেই আঙুল কেটে ফেলবে।’
পরিচালক ইভান মনোয়ার বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে চলচ্চিত্রটি। টানা ৪৮ ঘণ্টা শুটিং করেছিলাম। এটি দর্শকদের নতুন বার্তা দেবে।’
চলচ্চিত্রটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করেছেন—ফারহান খান রিও, রাইসা, শাহীন মৃধা প্রমুখ। এটি প্রযোজনা করেছে আই থিয়েটার। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও আই থিয়েটার এন্টারটেইনমেন্ট অ্যাপসে দেখা যাচ্ছে চলচ্চিত্রটি।
ঢাকা/শান্ত
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Bangladesh ,Raisa ,Khulna ,Shaheen Mridha ,Kabir Chitra ,Youtube ,Her Sleep ,Miss World Bangladesh ,Paradise Naeem ,Farhan Khan Rio De Janeiro ,Theatre Entertainment ,பங்களாதேஷ் ,ரேஸ ,கூழ்ந ,ஷாஹீன் மிரய்ட ,வலைஒளி ,அவள் தூங்கு ,செல்வி உலகம் பங்களாதேஷ் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.