বর্ষা এলেই রায়লসীমা-সহ অন্ধ্রের নানা এলাকায় হিরে খোঁজার ‘মরসুম’ শুরু হয়ে যায়। সংবাদমাধ্যমের দাবি, ২০২১ সালে জন্নাগিরি গ্রামে ২ কোটি ৪ লক্ষ টাকার হিরে খুঁজে পেয়েছিলেন তিন জন।
হিন্দুরা এই কৃষ্ণা নদীকে পবিত্র বলে মনে করেন। অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত এই নদী দক্ষিণের চার রাজ্যে জল জোগায়। এক সময় গোটা দুনিয়ার দামি হিরের উৎস ছিল এই নদী।
Kakinada: The Indian Coast Guard on Thursday carried out a mock drill to show how to tackle a possible oil spill in the sea from ships at Suryaraopeta Beach. The exercise was conducted by involving Coast Guard units , state government administration, oil companies and other partner organisations participated in the drill. The Coast Guard team demonstrated how they removed