comparemela.com


আইন ও আদালত
গাঁজার কেকসহ গ্রেফতার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কারাগারে
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০২১
ঢাকা: বিশেষ পদ্ধতিতে তৈরি গাঁজার কেকসহ গ্রেফতার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  
রোববার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
কারাগারে যাওয়া ওই শিক্ষার্থীরা হলেন- কাফিল ওয়ারা রাফিদ, কাজী রিসালাত হোসেন ও সাইফুল ইসলাম সাইফ। কাফিল আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-তে কম্পিউন্টার সায়েন্স, রিসালাত ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালস-এর এসিসিএ ও সাইফ পড়ছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-ইউডার চারুকলায়।  
গত ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য এ তিনজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  
গত ৯ জুন সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের সদস্যরা।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানীতে একাধিক চক্র গাঁজার নির্যাস দিয়ে কেক বানিয়ে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে তারা গত বুধবার (৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের শাহাজাহান রোডের একটি জায়গা থেকে প্রথমে রাফিদ ও সাইফকে আটক করে। এ সময় তাদের কাছে প্রায় ১৮টি গাঁজার কেক পাওয়া যায়। তারা সেগুলো ডেলিভারি দিতে যাচ্ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্টন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রিসালাত হোসেনকে ১২ পিস গাঁজার কেকসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তিনজনই মাদকাসক্ত বলে স্বীকার করেন। অন্যান্য মাদকের পাশাপাশি তারা নিয়মিত গাঁজা সেবন করে আসছেন। বছর দেড়েক আগে ইউটিউবে দেখে তারা গাঁজার কেক বানানো শিখেছেন। প্রথমে নিজেরা খেলেও পরে বন্ধুদের মধ্যেও এর ব্যপক চাহিদা তৈরি হয়। ব্যবসাটা শুরু করেন তখনই।
এ ঘটনায় মাদক আইনে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে তাদের নামে মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১৩, ২০২১
কেআই/আরবি

Related Keywords

Bangladesh ,Dhaka ,Casio Islam Saif ,Kazi Hussain ,Saif Reading University Ab Development Fine Arts ,Kafil American University Ab Bangladesh ,Youtube ,Begum Mahmoodah Meters ,Dhanmondi Advanced ,Mohammadpur Shahjahan Road ,Hussein Pcs ,Act Dhaka ,Newspaper ,Ews Paper ,D Newspaper ,Anglanews24 ,Angla Newspaper ,Engali Newspaper ,Angladesh Newspaper ,Angla News Paper ,Angladeshi Newspaper ,Ews Paper Bangladesh ,Aily News Paper In Bangladesh ,Aily Newspapers Of Bangladesh ,Aily Newspaper ,Urrent News ,Engali Daily Newspaper ,Daily News ,He Daily Prothom Alo ,Rothom Alo ,Rothom Alo Net ,Ortal ,Angla ,News ,Bangladeshi ,Bengali ,Culture ,Ortal Site ,Textile ,Arments ,Icro Credit ,Angladesh News ,Hone Cards ,Usiness News ,Ree Advertisement ,Ree Ad ,Ree Ad On The Net ,Uy Sell ,Uy Amp ,Fell ,Uy And Sell ,Dvertisement On The Net ,Oroscope ,It ,Fact ,Business ,Health ,Media ,Tv ,Adio ,Dhaka News ,Orld News ,National News ,Angladesh Media ,Etar ,Leather ,Oreign Exchange Rate ,Education ,Oreign Education ,Higher Education ,Family ,Relationship ,Sports ,Angladesh Sports ,Angladesh Politics ,Angladesh Business ,আইভ ,Angla News ,Ll Bangla News ,D News ,Angla News 24 ,ব ল ন উজ প র ,ব ল ন উজ ২৪ ,Ews From Bangladesh ,Atest News Of Bangladesh ,Reaking News Of Bangladesh ,Odays News Of Bangladesh ,Oday Bangla News ,Nline Bangla News ,Veryday Bangla News ,Awami League ,Snp ,Donald Trump ,Sa Election ,বন দ কয ধ ,ব শ বক প ,ড ঙ গ র প দ ভ ব ,অ য শ জ স র ২০১৯ ,ক শ ম র সঙ কট ,பங்களாதேஷ் ,டாக்கா ,வலைஒளி ,செய்தித்தாள் ,எவ்ஸ் ,ஹாக் ,டி ,கிட்ட ,வ் ,அதிக கல்வி ,போர்ட்ஸ் ,ந்ப் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.