অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি পশ্চিমবঙ্গের ভাঙড়ে জোড়া খুনের দায়ে তাকে খুঁজছে পুলিশ। অথচ, পুলিশের চোখে ধুলো দিতে খাস কলকাতার রাস্তায় দিন কাটাচ্ছিল সে, মানসিক ভারসাম্যহীন সেজে! শুক্রবার রাতে জোড়া খুনে অভিযুক্ত নেত্তাবুদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হলে তার ন’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়া হয়। নেত্তাবুদ্দিন জানান, পাওনা টাকা নিয়ে ঝামেলার জে
Anandabazar Kolkata police arrested the accused in the twin murder case শহরে মানসিক ভারসাম্যহীন সেজে জোড়া খুনে অভিযুক্ত নিজস্ব সংবাদদাতা
কলকাতা ০৪ জুলাই ২০২১ ০৮:০২ প্রতীকী চিত্র।
ভাঙড়ে জোড়া খুনের দায়ে তাকে খুঁজছে পুলিশ। অথচ, পুলিশের চোখে ধুলো দিতে খাস কলকাতার রাস্তায় দিন কাটাচ্ছিল সে, মানসিক ভারসাম্যহীন সেজে! তবে এর পরেও শেষরক্ষা হল না। শুক্রবার রাতে টালা থানার টালা পার্ক থ�
Anandabazar Crime: 2 Killed in alleged betting dispute in Bhangar dgtld Crime: জুয়ার বখরা নিয়ে বচসায় কুপিয়ে খুন, দেখে ফেলায় খুন নিজের ভাইপোকেও নিজস্ব সংবাদদাতা
ভাঙড় ২৭ জুন ২০২১ ১৫:২৮
খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ। নিজস্ব চিত্র।
জুয়া খেলার পর টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে এক যুবকের সঙ্গে গন্ডগোল হয়েছিল। অভিযোগ, তার জেরেই ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপ