comparemela.com


লালমনিরহাটে ভিমরুলের কামড়ে কলেজ শিক্ষকের মৃত্যু
 লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৬:০২, ৪ আগস্ট ২০২১  
লালমনিরহাটের কালীগঞ্জে ভিমরুলের কামড়ে সুভাষ চন্দ্র রায় (৪০) নামে এক কলেজ শিক্ষক মারা গেছেন।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুরের দিকে  উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িহাট সতীরপাড় এলাকায়  এ ঘটনা ঘটে।
নিহত সুভাষ চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত্যু প্রসন্ন কুমার রায়ের ছেলে এবং এস.কে ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।
জানা যায়, সুভাষ বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গেলে অগনিত  ভিমরুল হুল ফুটায়( কামড় দেয়)। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক আলম/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Debabrata Kumar Roy ,Lalmonirhat Kaliganj ,Kumar Roy ,Subhashc Roy ,Bmw ,Kaliganj Upazila Health ,District Chandrapur Union ,Kaliganj Upazila Health Complex ,ழாள்மோனிர்த் காளிகஞ்ச் ,குமார் ராய் ,பிஎம்டபிள்யூ ,காளிகஞ்ச் அப்யாஸீல ஆரோக்கியம் ,காளிகஞ்ச் அப்யாஸீல ஆரோக்கியம் சிக்கலான ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.