মিশ্র ফসল &#

মিশ্র ফসল চাষে মামা-ভাগ্নের চমক


মিশ্র ফসল চাষে মামা-ভাগ্নের চমক
মো. মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৪৪, ৩ জুলাই ২০২১  
আপডেট: ১৫:৩০, ৩ জুলাই ২০২১
কঠোর পরিশ্রম ও ইচ্ছা থাকলে কৃষিতেও সফলতা অর্জন করা সম্ভব। এমনটাই প্রমাণ করলেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের মামা-ভাগিনা মিলে। তারা হচ্ছেন মো. সাইফুল ইসলাম সাজল (মামা) ও মো. এনামুল হক এনাম।
তারা প্রতিবেশীর কাছ থেকে লিজ নিয়েছেন প্রায় ১০০ শতক জমি। এই জমিতে আড়াই মাস আগে তারা প্রায় ৮০০ গ্রিন লেডি জাতের পেঁপে চারা রোপণ করেন। রংপুর থেকে এ চারা সংগ্রহ করে দেন বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। বাড়তি আয়ের জন্য একই জমিতে রোপণ করা হয়েছে কাঁচা মরিচ ও বেগুন। আর এ জমির বেড়ার পাশে রোপণ করা হয় লাউ ও কুমড়া। তারা মিশ্র ফসল চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন। ইতোমধ্যে বেগুন, লাউ ও কুমড়া বিক্রি শুরু হয়েছে। 
কয়েক দিনের মধ্যেই শুরু হবে পেঁপে বিক্রি। মিশ্র ফসল চাষে ব্যবহার করা হয়েছে জৈব সার ও পোকা দমনে ইয়োলো কালার ট্র্যাপ। এতে দারুণ কাজে হয়েছে। মামা-ভাগিনার মিশ্র চাষ দেখে এলাকার চাষিরা উৎসাহিত হয়েছেন। তারাও এ পদ্ধতি গ্রহণ করে চাষ করার প্রস্তুতি নিয়েছেন। আলাপকালে এসব তথ্য জানান মামা-ভাগ্নে।  
সাইফুল ইসলাম সাজল জানান, দুবাই ও ওমানে কয়েক বছর থেকে কাজ করেছেন। তেমন আয় করতে পারেননি। করোনার আগে দেশে আসেন। করোনা শুরু হওয়ায় আর প্রবাসে যাওয়া হয়নি। মুদি মালের দোকান দেন। এ ব্যবসার পাশাপাশি কৃষি কাজ করছেন। কিন্তু সফলতা আসছিল না।
অবশেষে সিদ্ধান্ত নিলেন মিশ্র ফসল চাষ করার। সাথে যুক্ত করেন তার ভাগ্নে এনামকে। প্রতিবেশীর কাছ থেকে প্রায় ১ একর জমি লিজ নেন। কৃষি অফিসার থেকে পরামর্শ নিয়ে মিশ্র ফসল চাষ শুরু করেন। এফসল চাষে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। আশা ২ থেকে ৩ লাখ টাকা আয়ের। 
মো. এনামুল হক এনাম বলেন, মামা-ভাগিনা একসঙ্গে থাকলে আপদ বিপদ থাকে না। একসঙ্গে মিলে মিশ্র ফসলের চাষ করায় ভালো ফলন হয়েছে। আশা করছি উভয়ই লাভবান হবো। চাষাবাদে কৃষি অফিসার শামীম স্যারের কাছ থেকে সার্বিক পরামর্শ পাচ্ছি। আমাদের চাষে সফলতা দেখে এলাকার অন্য চাষিরাও উৎসাহিত হয়েছেন।
এলাকার চাষি তৌহিদ মিয়া বলেন, মিশ্র ফসল চাষে তারা মামা-ভাগিনা চমক দেখিয়েছেন। বিশেষ করে তারা  বিষমুক্ত ফসল চাষ করছেন। আমার জমিতেও বারোমাসী ফসল চাষ করছি। করোনাকালে বাড়ি থেকে অন্য কোথায় তেমন একটা যাওয়া হচ্ছে না। এসময়টা কৃষিতে ব্যয় করে সফলতা পাচ্ছি।
দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, মনের ইচ্ছা আর শ্রম ও মেধা কাজে লাগালে সফলতা আসে। কারোনাকালে মিশ্র ফসল চাষ করে তার প্রমাণ দিলেন সাইফুল ইসলাম সাজল ও এনামুল হক এনাম। তারা কঠোর শ্রম দিচ্ছেন। আর আমি তাদের দিচ্ছি সুপরামর্শ। এ কারণে ক্ষেতে মিশ্র ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে তাদের উৎপাদিত ফসল। আশা করছি তারা লাভবান হবেন।  
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান বলেন, একসঙ্গে মিলে কাজ করলে সফলতা আসে। এর প্রমাণ দিলেন হাফিজপুর গ্রামের বাসিন্দা মামা ও ভাগিনা। তারা মিলে জমি লিজ নিয়ে মিশ্র ফসল চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। আমরা তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। শুধু তাদের নয়, জেলার অন্যান্য কৃষকের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। তাতে নানা জাতের ফসলের ব্যাপক ফলন হচ্ছে।
হবিগঞ্জ/মাহি 
আরো পড়ুন  

Related Keywords

Dubai , Dubayy , United Arab Emirates , Habiganj , Sylhet , Bangladesh , Woman , Casio Islam , Ahmed Khan , Tawhid Mia , , Bahubal District , Enamul Haque Enam , Green Lady , Bahubal District Agriculture , Sub Assistant Agriculture , Intellectual Property , Habiganj Agriculture , Doe Deputy Director , Being Agriculture , துபாய் , ஒன்றுபட்டது அரபு அமீரகங்கள் , ஹபீகாஞ்ச் , ஸைலெட் , பங்களாதேஷ் , ஓமான் , பச்சை பெண் , அறிவுசார் ப்ராபர்டீ , டோ துணை இயக்குனர் ,

© 2025 Vimarsana