comparemela.com


সেশনজট কমাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থগিত হয়ে যাওয়া সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার ব্যাপারে ছয় সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। 
কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুসন্ধান এবং কীভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করবে।
আজ শুক্রবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্য্যকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল বাকী, শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিনকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ  কে এম মনিরুজ্জামান বলেন, 'আমাদের ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি হয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা, সেটার কাজ চলছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা নেওয়া না গেলে অবশ্যই আমরা অনলাইনে পরীক্ষা নেব যেন দ্রুত শিক্ষার্থীদের সেশনজট কমানো যায়। এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, 'ইতোমধ্যে একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনুসন্ধান করতে এবং কীভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষাগুলি নিতে পারি তার সুপারিশ তৈরি করতে বলা হয়েছে।' 
এই রকম আরো খবর

Related Keywords

Nasir Ali ,Abdullah Al ,University Vc Professor ,R Institute ,It Office ,Jagannath University ,University Professor ,Committee University Business ,Committee University Business Studies ,Dean Professor ,Government Ali ,May Her ,நசீர் அலி ,அப்துல்லா அல் ,ர் நிறுவனம் ,அது அலுவலகம் ,ஜெகந்நாத் பல்கலைக்கழகம் ,பல்கலைக்கழகம் ப்ரொஃபெஸர் ,டீன் ப்ரொஃபெஸர் ,இருக்கலாம் அவள் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.