উত্তরপ্র

উত্তরপ্রদেশে বাস-ট্রাকের ধাক্কায় ঘুমন্ত ১৮ শ্রমিকের মৃত্যু | 1057511 | কালের কণ্ঠ


উত্তরপ্রদেশের বরাবাঁকিতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন। দুর্ঘটনার সময় তাদের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মঙ্গলবার রাতে লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাবল ডেকার বাসে চড়ে পাঞ্জাবের আম্বালা থেকে বিহারে যাচ্ছিলেন ১৪০ জন শ্রমিক। রাত ১২টা নাগাদ বাসটি খারাপ হয়ে গেলে বাসটির কাছে রাস্তায় সবাই ঘুমিয়ে পড়ে। সেই সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারা যায় ১৮ জন শ্রমিক। আহতদের হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এই রকম আরো খবর

Related Keywords

, Available Police , Uttar Pradesh , Uttar Pradesh Road , Double Decker , Available John , உத்தர் பிரதேஷ் , இரட்டை டெக்கர் ,

© 2025 Vimarsana