করোনায় খু&#x

করোনায় খুলনার চার হাসপাতালে আরো ১১ মৃত্যু | 1056421 | কালের কণ্ঠ


করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে খুলনার চার হাসপাতালে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোর করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা। 
আজ রবিবার (২৫ জুলাই) পৃথকভাবে হাসপাতালগুলোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। এর মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়েলো জোনে ৩৮ জন ও আইসিইউতে ২০ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। মৃতরা হলেন নগরীর সুলতান আহমেদ সড়কের রায়হান চৌধুরী (৪০) ও গোয়ালখালী সড়কের সুফিয়া বেগম (৫৮)। বর্তমানে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের শরণখোলার রায়েন্দা এলাকার মো. ইব্রাহিম (৩৫)। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ১৫ জন নারী।
গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন নগরীর আমতলা মোড়ের নুরুন্নাহার (৪৪), জোড়াকল বাজারের রামকৃষ্ণ সাহা (৭৫), নড়াইলের দুর্গাপুরের অসীম ভট্ট (৪৭)। বেসরকারি এ হাসপাতালে আরো ৭৬ জন চিকিৎসাধীন।
এই রকম আরো খবর

Related Keywords

Khulna , Bangladesh , Kazi Abu Rashid , Sufia Begum , Abu Nasser , Bagerhat Sharonkhola , Sheikh Abu Nasser , , Sheikh Abu Nasser Hospital , Khulna General Hospital , Gazi Medical Hospital , City Sultan Ahmed Road Raihan , Road Sufia Begum , கூழ்ந , பங்களாதேஷ் , சூஃபியா பிச்சம் , ஷேக் நாசர் , கூழ்ந ஜநரல் மருத்துவமனை ,

© 2025 Vimarsana