করোনায় কি&#x

করোনায় কিশোরগঞ্জে একদিনে আরো ১৪ মৃত্যু | 1055095 | কালের কণ্ঠ


করোনা সংক্রমণে কিশোরগঞ্জে আশঙ্কাজনক হা‌রে বাড়‌ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ক‌রোনা সংক্রমণ ও উপসর্গ নি‌য়ে মারা গেছেন ১৪ জ‌ন।
মৃতদের পাঁচজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি ৯ জন ক‌রোনা উপসর্গ নি‌য়ে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তিনজন এবং অন্য হাসাপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় অপর দুইজ‌নের মৃত্যু হয়। এ ছাড়া সৈয়দ নজরুল মে‌ডি‌ক্যালে উপসর্গ নি‌য়ে মারা যান আরো ৯ জন।
এ নি‌য়ে করোনায়  জেলায় এ পর্যন্ত ১২৬ জ‌নের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৯ জুলাই) সকালে কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৫০৮ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। তাঁদের ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৫ হাজার ৯০৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরো ১২৪ জন। বর্তমানে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে ২৫০ আস‌নের ম‌ধ্যে ভ‌র্তি আছেন ১৯৪ জন।
জেলায় নতুন শনাক্তরা হলন- কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪১ জন, হোসেনপুর উপ‌জেলায় সাতজন, ক‌রিমগঞ্জ উপ‌জেলায় দুইজন, পাকুন্দিয়া উপজেলায় ছয়জন, কটিয়াদী উপজেলায় ২৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ২২ জন, নিকলী উপজেলায় দুইজন, বাজিতপুর উপজেলায় ১০ জন, ইটনা উপ‌জেলায় তিনজন ও মিঠামইন উপ‌জেলায় একজন। 
এই রকম আরো খবর

Related Keywords

Kishoreganj , Rangpur , Bangladesh , Bajitpur , Bangladesh General , Kuliarchar , Fitna , , Syed Shoes Islam , Syed Shoes , District New Ki Headquarters , கிஷோறேகஞ்ச் , ரங்க்பூர் , பங்களாதேஷ் , பஜித்பூர் , ஈட்ஞ ,

© 2025 Vimarsana