বিশ্ববিদ

বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরতে চান লকডাউনে আটকে পড়া | 1051613 | কালের কণ্ঠ


করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এমন পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে বাড়ি ফিরতে চান।
বৃহস্পতিবার (৮ জুলাই) নোয়াখালীতে আটকে পড়া এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর  লিখিত আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্রে শিক্ষার্থীরা চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের সব বিভাগীয় শহরগুলোতে নিরাপদে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়ে বলেন, করোনা মহামারির কারণে স্থগিত হওয়া পরীক্ষা পুনরায় শুরু হওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা অনেক শিক্ষার্থী নোয়াখালী এসে অবস্থান নিয়েছি। অনলাইনে পরীক্ষা হলেও পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা না থাকায় আমাদের প্রত্যন্ত অঞ্চলে থাকা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া সুবিধাজনক নয় বিধায় আমরা নোয়াখালী আসতে বাধ্য হই। বর্তমানে করোনা মহামারির সর্বোচ্চ ঝুঁকি যাচ্ছে এবং সরকার ঘোষিত কঠোর লকডাউন চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এমনকি এই লকডাউন ঈদ পর্যন্ত থাকার প্রবল সম্ভাবনা আছে। আমাদের মেসে অবস্থান করাটা যেমন কষ্টসাধ্য, তেমনি ঝুঁকিপূর্ণ। তাই পবিত্র ঈদুল আজহার আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে নোয়াখালীতে আটকে পড়া শিক্ষার্থীদের দেশের সব বিভাগীয় শহরগুলোতে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি।
বাস চেয়ে শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে যারা ইন্টারনেট সুবিধার জন্য নোয়াখালীতে অবস্থান করছে তাদেরকে নোয়াখালী ত্যাগ না করার অনুরোধ জানান তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, ঈদের পরপরই সব বিভাগে পুরোদমে পরীক্ষা শুরু হবে। আর সে সময় লকডাউন চলমান থাকলে তারা নোয়াখালীতে আসতে পারবে না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, শিক্ষার্থীরা যেহেতু বাস চেয়ে আবেদন করেছে, বিষয়টি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এই রকম আরো খবর

Related Keywords

Noakhali , Bangladesh General , Bangladesh , Eid Azhar , University Vc Professor , University Proctor Professor , Noakhali Science , For University , Nawazm Bahadur , For Dean , நொஅகாழி , பங்களாதேஷ் , நொஅகாழி அறிவியல் , க்கு பல்கலைக்கழகம் , க்கு டீன் ,

© 2025 Vimarsana