comparemela.com

Card image cap


জয়পুরহাটের পাঁচবিবিতে একাধিক ফেনসিডিল হাতে ফেসবুকে পোস্ট দেন চিহ্নিত মাদক কারবারি সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা গ্রামের সাবু হোসেনের ছেলে দিলদার হোসেন। তিনি একাধিক মাদক মামলার আসামি। গত মাসের ২০ তারিখে এ নিয়ে কালের কণ্ঠের অনলাইনে সচিত্র সংবাদ প্রকাশিত হলে জেলা পুলিশের নজরে আসে। পরে পুলিশ একাধিক টিম নিয়ে অভিযান চালিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বাগজানা বাজার এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ দিলাদার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
এছাড়া পুলিশ একই দিন মাদক সেবনের ছবি ফেসবুকে দেওয়ায় অপর মাদক কারবারি একই ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, গত ১৯ জুন শনিবার রাতে মাদক কারবারি দিলদার হোসেন একাধিক ফেন্সিডিলি হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেন। পরের দিন রবিবার ২০ জুন কালের কণ্ঠের অনলাইনে সচিত্র সংবাদ প্রকাশিত হলে সেটি ভাইরাল হয়ে যায়। 
পাঁচাবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ফেসবুকে ফেন্সিডিলের ছবির সংবাদ প্রকাশ হওয়ার পর এসপি মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে পুলিশের একাধিক টিম মাঠে নামে দিলদারকে গ্রেপ্তার করতে। সংবাদ প্রকাশের ১২ দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা বাজার হতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি জানান, গ্রেপ্তারকৃত দিলদারের বিরুদ্ধে মাদকসহ ৬ টি মামলা রয়েছে। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এই রকম আরো খবর

Related Keywords

Joypurhat , Rajshahi , Bangladesh , Gopalpur , Bangladesh General , Phensidyl Hussein , Hafizur Rahman , Sabu Hussein , Dildar Hussain , Al Ansari Ahmed , Facebook , Uniona Gopalpur , Kindle Hussein , June Saturday , Morrow Sunday June , Ansari Ahmed , Police Secret , ராஜ்ஷாஹி , பங்களாதேஷ் , கோபால்பூர் , ஹபிஜூர் ரஹ்மான் , டீல்தார் ஹுசைன் , முகநூல் , ஜூன் சனிக்கிழமை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.