নওগাঁর মান্দায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে আমবাহী মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়ামত দোকানির ছেলে খলিলুর রহমান (৩২) ও কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকার অদূরে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান ও শরিফুল ইসলাম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার মশিউরনগর এলাকার মিলন হোসেনের ছেলে রুবেল (৩২) ও ঝিনাইদহ সদর উপজেলার আরেফিন (২৫)। অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই রকম আরো খবর