ভূরুঙ্গা

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ১২০০ কৃষক | 1048042 | কালের কণ্ঠ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২০০ কৃষক পাচ্ছেন রোপা আমন ধানের উচ্চ ফশনশীল জাতের বীজ ও সার। উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে পর্যায়ক্রমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গতকাল সোমবার (২৮ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কাযক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক মন্জুরুল হক। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন মণ্ডল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খামার বাড়ি কুড়িগ্রামের শামসুদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, আন্ধারিঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ খোকন ও সহ-উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সদর ইউনিয়নের বোরো ধানের কেটে নেওয়া উৎপাদিত মুড়ি ফসলকাটা পরিদর্শন করেন।
জানা গেছে চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে ২ হাজার কেজি উফসি, ১ হাজার ৬০০ কেজি হাইব্রিড জাতের ধানের বীজ এবং ৩২ মেট্রিক টন ডিএপি ও এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, 'আমরা ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃযকদের তালিকা প্রস্তুত করেছি।'
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, 'করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ১২০০ কৃষকের মাঝে বরাদ্দ বীজ ও সার একসঙ্গে বিতরণ করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।'
 
এই রকম আরো খবর

Related Keywords

Bhurungamari , Rangpur , Bangladesh , Raju Ahmed , Justice Mia , Jalal Ahmed , Headquarters Union Boro , District Union , Center Ii , Agriculture Office Square , Bmw , Pirate Bhurungamari Union , Union Council , Center Free , Can Farmer , District Farmer Can , Agriculture Category , Office Square Agriculture , District Training , District Justice Mia , Union Council Chairman Raju Ahmed , ரங்க்பூர் , பங்களாதேஷ் , மாவட்டம் தொழிற்சங்கம் , பிஎம்டபிள்யூ , தொழிற்சங்கம் சபை , மையம் இலவசம் , மாவட்டம் பயிற்சி ,

© 2025 Vimarsana