ফাঁদে ৩ থেকে ৪ জন জঙ্গি, অনুমান পুলিসের Updated By: Jul 2, 2021, 07:01 AM IST নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) ফের শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই (Encounter)। শুক্রবার কাকভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। পুলিসের অনুমান, এখনও পর্যন্ত ৩ থেকে ৪ জন জঙ্গিকে ফাঁদে ফেলা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন জঙ্গি সেখানে গা ঢাকা দিয়েছে বলে খবর রয়েছে পুলিসের কাছে। যদিও শুরুটা হয়েছিল তল্লাসি অভিযান দিয়েই। এরপর জঙ্গিরা পাল্টা গুলি চালালে তা এনকাউন্টারে পরিণত হয়। কাশ্মীর জোনাল পুলিসের (Kashmir Zonal Police) এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় রাজপোড়ায় হানজান নামের একটি গ্রামে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাসি অভিযান চালানো হয়। লুকিয়ে থেকে পুলিসের উপর হঠাৎই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। এরপরই তা এনকাউন্টারে পরিণত হয়। পৃথক আরও একটি ঘটনায় এদিন কাশ্মীরের অনন্তনাগ জেলার লাজিবাল এলাকায় জঙ্গি হামলায় (Terrorist Attack) আহত হয়েছেন এক পুলিসকর্মী। পুলিস জানায়, 'বৃহস্পতিবার রাত ৮ টা বেজে ৫০ মিনিট নাগাদ লাজিবালের কাছে পুলিসবাহিনীর উপর পিস্তল দিয়ে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় আহত হন এক পুলিসকর্মী।' (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)