যুক্তরাষ

যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৫


105
যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৫
Published : Sunday, 27 June, 2021 at 2:10 PM
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি যাত্রীবাহী হট এয়ার বেলুন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক শহরে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবছরই নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে নানা রঙের হট এয়ার বেলুন উৎসবের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী যার খ্যাতিও আছে। কিন্তু এবার নিয়ন্ত্রণ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাত্রীবাহী একটি হট এয়ার বেলুন। কিছুক্ষণ পর তা আছড়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র গিলবার্ট গ্যাল্লেগোস বলেছেন, সকাল সাতটার দিকে প্রায় ১শ ফুট উপর থেকে আছড়ে পড়ে নানা রঙের একটি হট এয়ার বেলুন। যা আঘাত হানে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের লাইনে। পরে আগুন ধরে যায় সেখানে। ফলে বেলুনের পাইলটসহ পাঁচ যাত্রী নিহত হয়।
গিলবার্ট গ্যাল্লেগোস আরও জানান, এ ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নিউ মেক্সিকো। ফলে বিদ্যুৎহীন রয়েছেন সেখানকার ১৩ হাজারেরও বেশি মানুষ।
বেলুনটি কেন বিচ্ছিন্ন হয়েছে বা বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।
এ ধরনের এয়ার বেলুন পরিচলনা করা কষ্টসাধ্য বিষয়। বিশেষ করে যখন প্রচুর বাতাস থাকে। যদিও হট এয়ার বেলুন চালকরা খুবই দক্ষ বলে মনে করে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।

Related Keywords

United States , New Mexico , , Mexico State Police , United States Hot Air , Hot Air , New Mexico State Police , Federal Aviation , National Transport , য ক তর ষ ট র , হট , এয় র , ব ল ন , দ র ঘটন য় , ন হত , ৫ , ஒன்றுபட்டது மாநிலங்களில் , புதியது மெக்ஸிகோ , மெக்ஸிகோ நிலை போலீஸ் , சூடான அேக , புதியது மெக்ஸிகோ நிலை போலீஸ் , கூட்டாட்சியின் விமான போக்குவரத்து , தேசிய போக்குவரத்து ,

© 2025 Vimarsana