পরিত্যক্ত ভালোবাসা বিক্ষিপ্ত রংগুলো ছড়িয়ে পড়ে – খয়েরী আকাশ হঠাৎ আঁধারে ছেয়ে গেল । আমার সত্তার বিপরীত অস্তিত্ব আড়মোড়া ভেঙ্গে দাঁড়িয়ে থাকে আমার ইচ্ছের বিরুদ্ধে । ঘৃণা অথবা ভালোবাসা – কোন অনুভূতিই আজ আর বিক্ষিপ্ত নয় , শুধু জানি আমার ভালবাসা মিথ্যে ; মিথ্যে অনুভূতির বেড়াজাল – ছিঁড়তে ব্যর্থ হই বারবার । পাশবিক ভালবাসার মিথ্যে ভাবাবেগ ।
Related Keywords