ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান ১৯৭৫ সালের ১৪ অগাস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মতিন চৌধুরীর সঙ্গে গণভবনে গিয়েছিলেন পরদিনের কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য। খোন্দকার মোশতাক সেখানে ছিলেন এবং বঙ্গবন্ধুকে বলছেন- পরদিন বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে যেতে পারবেন না। সকালে কুমিল্লা যেতে হবে ‘তিনসনি’কিছু কৈ মাছ ধরা পড়েছে, আপনার জন্য নিয়ে আসব। উত্তরে বঙ্গবন্ধু বলেন, কৈ মাছ আনতে কি তোর যেতে হবে? ‘চোরা’, তুই নতুন কী ষড়যন্ত্র করছিস?