আমেরিকার &#x

আমেরিকার সাবেক বাণিজ্যমন্ত্রীসহ সাতজনের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা


অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রস ও মানবাধিকার সংস্থার সাথে জড়িত ছয় আমেরিকান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এর আগে গত সপ্তাহে হংকং-এ দায়িত্বরত কয়েকজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে চীন নিষেধাজ্ঞা দিয়েছে। খবর রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়েছে, হংকং-এ দায়িত্বরত কয়েকজন কর্মকর্তার ওপর স্বায়ত্তশাসন আইন ভঙ্গ করার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার আওতায় তাদের সম্পদ জব্দ ও অন্যান্য জরিমানা করা হয়।
এর প্রেক্ষিতে গতকাল শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হংকং-এর ব্যবসায়িক পরিবেশ নষ্ট করতে ভিত্তিহীনভাবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যেখানে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতি লঙ্ঘন করা হয়েছে।
এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে চীন আমেরিকার সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে রয়েছেন উইলবার রস। নিষিদ্ধের তালিকায় আরও রয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের চীনা পরিচালক সোফি রিচার্ডসন এবং ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের সভাপতি ক্যারোলিন বার্থোলোমিউ।
তবে চীনের এই পাল্টা ব্যবস্থা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন। 
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

China , United States , Hong Kong , Chinese , American , Abu Jafar , Sophie Richardson , Security Review Commission , Human Rights Agency , Human Rights Watch , Biden Administration , Reuters , Chinese Foreign Ministry , International Law , Commerce Ross , News Reuters , Hong Kong Business Environment , China United States , Security Review Commission President Caroline , சீனா , ஒன்றுபட்டது மாநிலங்களில் , ஹாங் காங் , சீன , அமெரிக்கன் , சோஃபி ரிச்சர்ட்சன் , பாதுகாப்பு விமர்சனம் தரகு , மனிதன் உரிமைகள் வாட்ச் , ராய்ட்டர்ஸ் , சீன வெளிநாட்டு அமைச்சகம் , சர்வதேச சட்டம் , வர்த்தகம் ரோஸ் , செய்தி ராய்ட்டர்ஸ் , சீனா ஒன்றுபட்டது மாநிலங்களில் ,

© 2025 Vimarsana