মাধ্যমিক

মাধ্যমিকের ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক নয়: হাইকোর্ট


অনলাইন ডেস্ক
ফাইল ছবি
বেসরকারি মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান/সভাপতি বা সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (গ্রাজ্যুয়েট) কেন নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।
গত বছরের নভেম্বরে লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন এ রিট দায়ের করেছিলেন।
রুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এ ব্যাখ্যা ছাড়া ‘স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজ সেবক’ শব্দগুলো অন্তুর্ভুক্ত করা কেন অবৈধ হবে না, একইসঙ্গে  ‘স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজ সেবক’ শব্দগুলোর ব্যাখ্যা করার কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান/সভাপতি বা সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (গ্রাজ্যুয়েট) কেন নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
শনিবার জহির উদ্দিন লিমন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এ ৫(৩) ও ৮(৩) বিধিতে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি ও সমাজ সেবকরাকে ম্যানেজিং কমিটি এবং গর্ভনিং বডির সভাপতি করার বিধান রাখা হয়। কিন্তু কারা শিক্ষানুরাগী ও সমাজ সেবক তার কোনো ব্যাখ্যা নেই। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি ন্যূনতম স্নাতক পাস হবে বলে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এসব বিষয়ে নিয়ে রিট করার পর বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।  
বিডি প্রতিদিন/কালাম
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Zaheer Ahmed Limon , Supreme Court , College Manage The Board , Education Department , Al Jalil High Court , People Rights Foundation , High Court , Court Rule , Managing Committee , College Manage , Board Chairman , Justice Jbm Hassan , November Legal Support , Saturday Zaheer Ahmed Limon , Rules Local , Committee President , உச்ச நீதிமன்றம் , கல்வி துறை , உயர் நீதிமன்றம் , நீதிமன்றம் ஆட்சி , நிர்வகித்தல் குழு , பலகை தலைவர் , நீதி ஜுப்ம் ஹாசன் , குழு ப்ரெஸிடெஂட் ,

© 2025 Vimarsana