করোনায় মৃ&#x

করোনায় মৃত্যুবরণকারী যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের স্মরণে বিশেষ দোয়া-মাহফিল


যুক্তরাষ্ট্র প্রতিনিধি
করোনায় মৃত্যুবরণকারী যুক্তরাষ্ট্র বিএনপির ১৪ নেতা স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় ১২ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বিশেষ এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এই মাহফিলে সূচনা বক্তব্যে পবিত্র কোরআন উদ্ধৃত করে বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট সকলকে স্মরণ করিয়ে দেন যে, মৃত্যু অনিবার্য। এ থেকে কারোরই রেহাই নেই। তবে কার আগে কে যাবো সেটি মূলকথা। করোনা মহামারিতে এই নিউইয়র্কে আমরা বহু পরিচিতজনকে হারিয়েছি। মৃত্যুর সেই মিছিলে ১৪ সহকর্মীও রয়েছেন। আমরা যারা বেঁচে আছি তারা সকলেই পরম করুণাময়ের শোকরানা আদায় এবং মৃত্যুবরণকারী সকলের জন্যে দোয়া করছি। এটাই পরম বাস্তবতা। 
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল সকলকে স্বাগত জানিয়ে বিশেষ এই মাহফিল পরিচালনার জন্যে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের তিন নেতাকে অনুরোধ জানান। এরা হলেন আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল এবং শামসুল ইসলাম মজনু। মিলাদ মাহফিল পরিচালনা করেন সানিসাইড মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আল রশীদ। এ সময় উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। 
উল্লেখ্য, করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত এক বছরে মৃত্যুবরণকারীরা হলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, আনোয়ারুল ইসলাম বাচ্চু এবং কবি শরাফত সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ বাকির, সাব্বির আহমেদ এবং গিয়াস মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী শাহ আলম ভূইয়া, সদস্য সর্দার মোশারফ হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক তানভির হাসান প্রিন্স, মহিলা দলের নেত্রী রাশেদা ইসলাম মুন, জিয়া পরিষদের সাবেক সভাপতি হাজি আমিরুল হক এবং ব্রুকলীন বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম ভাইয়া। 
এ মাহফিলে বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, আলহাজ্ব বাবরউদ্দিন, মোহাম্মদ সুরুজ্জামান, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, এম এ বাতিন, পারভেজ সাজ্জাদ, আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ফারুক হোসেন মজুমদার, মাওলানা আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, সৈয়দা মাহমুদা শিরিন, এমদাদুল হক কামাল, গোলাম মাহমুদ, গিয়াস উদ্দিন, জোকির হওলাদার, শামীম আহমেদ, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সোয়েব আহমেদ, মোহাম্মদ মুহিদ, সিদ্দিক হোসেন রুবেল, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।    
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

New York , United States , Jackson Heights , Mahmoodah Shirin , Shamim Ahmed , Shoaib Ahmed , Sohrab Hossain , Abdul Khaliq Khair , Anwar Hussain , Siddique Hussain , Shah Alam , Faruk Hussain Majumdar , Sharafat Siddique , Shabbir Ahmed , Anwar Islam , Abdul Latif Emperor , Musharraf Hussain , Shahadat Hussain Raju , Jackson Heights Sedan Party Center , Office Editor Tanvir Hassan Prince , Central Committee , Zia Council , July Monday , New York Special , Exemption Not , Secretary Wireless Plans , Niaz Ahmed Jewel , Shamsul Islam Majnu , Imam Maulana Zubair Al Rashid , President Abdul Khaliq Khair , Editor Azad , Editor Haji Shah Alam , President Rahman Baby Mizan , Editor Mahfuzur Baby Mahfuz , Rasheda Islam Moon , President Haji Amir , Master Nanu , Mir Mr Baby , Maulana Atikur Baby , Sayeedur Baby Saeed , Friday Mahmoodah Shirin , Jahangir Suhrawardi , புதியது யார்க் , ஒன்றுபட்டது மாநிலங்களில் , ஜாக்சன் உயரங்கள் , சோஹ்ராப் ஹொசைன் , அன்வர் ஹுசைன் , ஷா ஆலம் , அன்வர் இஸ்லாம் , முஷாரஃப் ஹுசைன் , மைய குழு , ஜூலை திங்கட்கிழமை , புதியது யார்க் சிறப்பு ,

© 2025 Vimarsana