ইরাকে মার&#x

ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা


অনলাইন ডেস্ক
ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। দেশটির আল আনবার প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে এই হামলা হয়। তবে এ পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা।
এদিকে হামলার বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।
এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।
ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সূত্র: মেহরনিউজ/পার্সটুডে
বিডি প্রতিদিন/আবু জাফর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

United States , Iraq , Noori Al , Abu Jafar , Us Army Logistics Equipment , Iraq Us Army , Iraq Parliament Us Army , Country Us Army , Us Army , Logistics Equipment , Iraq Parliament , Prime Minister , ஒன்றுபட்டது மாநிலங்களில் , இராக் , இராக் எங்களுக்கு இராணுவம் , எங்களுக்கு இராணுவம் , தளவாடங்கள் உபகரணங்கள் , இராக் பாராளுமன்றம் , ப்ரைம் அமைச்சர் ,

© 2025 Vimarsana