নিজস্ব প্রতিবেদক,বগুড়া সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মিনহাদুজ্জামান লিটন সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘আলোর প্রদীপ’ কে গতকাল শনিবার সকালে করোনাকালীন সময়ে তাদের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আনুষ্ঠানিকতায় তিনি আলোর প্রদীপ সদস্যদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ প্রমূখ। আলোর প্রদীপ সংগঠনের পক্ষে এসময় উপস্থিত থেকে সহায়তার অর্থ গ্রহণ করেন সাংগঠনিক উপকমিটির উপদেষ্টা এস এম সামিউল ইসলাম, সাংগঠনিক উপকমিটির সভাপতি মো. মেহেদী হাসান, সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল।
সম্পাদক : নঈম নিজাম, নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত। ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।