সাতক্ষীর

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৩


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৯ জন।
এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৬ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৪ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় আরও ৫ জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Abu Jafar , Satkhira Medical College , Satkhira Headquarters Hospital Medical , Jayant Kumar , சத்கிரா மருத்துவ கல்லூரி , ஜெயந்த் குமார் ,

© 2025 Vimarsana