৪৩৬ আসনের &#

৪৩৬ আসনের মধ্যে ৪১০ আসনে জিতে ফের ক্ষমতায় আবি আহমেদ


অনলাইন ডেস্ক
আবি আহমেদ
বড় ব্যবধানে জয় পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এর মাধ্যমে আরও ৫ বছর ক্ষমতায় থাকছেন শান্তিতে নোবেলজয়ী এ রাষ্ট্রনেতা। ৪৩৬ আসনের মধ্যে ৪১০ আসনেই জয় পেয়েছে আবির প্রসপারিটি পার্টি।
তবে বিবিসি জানিয়েছে, অনিরাপত্তাসহ বিভিন্ন কারণে দেশটির ভোটারদের বড় একটি অংশ ভোট দিতে পারেননি। 
যুদ্ধবিধ্বস্ত টিগ্রে অঞ্চলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। সেখানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে বসবাস করছেন। আগামী ৬ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন এলাকায় আরেক দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে টিগ্রেতে কবে নির্বাচন হবে তা এখনো নিশ্চিত নয়। 
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Ethiopia , , Jabir Party , Ethiopia Prime Minister Ahmed , September Country , எத்தியோப்பியா ,

© 2025 Vimarsana