এসিআই-এর ন&#

এসিআই-এর নতুন পণ্য 'লাইট ব্রাউন আটা'


প্রেস বিজ্ঞপ্তি
৩০ জুন এসিআই সেন্টারে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইনান্স অ্যান্ড প্ল্যানিং) প্রদীপ কর চৌধুরী ও কোম্পানির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা
উদ্ভাবনী ভোগ্যপণ্য বাজারজাতকরণে পথিকৃত এসিআই পিওর এবার নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’। যারা স্বাস্থ্যের জন্য উপকারী ব্রাউন আটার গুণাগুণ জানা সত্ত্বেও শুধু সাদা আটা খাবার সুদীর্ঘ অভ্যাসের কারণে ব্রাউন আটা গ্রহণ করতে পারেন না তাদের জন্য এসিআই পিওর লাইট ব্রাউন আটা। যেসব ভোক্তা স্বাস্থ্য ও স্বাদ দুটোর ব্যাপারেই সচেতন তাদের জন্য লাইট ব্রাউন আটা একটি পারফেক্ট সমাধান। 
লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মূলায় তৈরি থার্ড জেনারেশন আটা, যা সাধারণ আটার তুলনায় অধিক পুষ্টিকর। ব্রাউন আটা অথবা হোল হুইট আটার চাইতে এর রং হালকা ও অধিক সুস্বাদু। এই আটায় রুটি হয় নরম ও মসৃন। হেলদি লাইফস্টাইলের অভ্যাস করতে এর প্রথম ধাপ হিসেবে প্রতিটি মানুষ গ্রহণ করতে পারেন লাইট ব্রাউন আটা। এই আটা দিয়ে হেলদি লাইফস্টাইল শুরু করে ধীরে ধীরে একজন ভোক্তা হেলদি জীবনাচারণে অভ্যস্ত হয়ে উঠবেন এমনটাই আশা করে এসিআই। 
আকর্ষণীয় দৃষ্টিনন্দন প্যাকেটে সারাদেশের গ্রোসারী দোকানগুলো এবং সুপার স্টোরগুলোয় পাওয়া যাবে এই আটা। 
গত ৩০ জুন এসিআই সেন্টারে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইনান্স অ্যান্ড প্ল্যানিং) প্রদীপ কর চৌধুরী ও কোম্পানির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা। বিভিন্ন টিভি, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার প্রয়াস নিচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড ‘এসিআই পিওর’। 
পণ্যটি সম্পর্কে আরও জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন কোম্পানির ওয়েবপেইজ www.aciebazar.com এ অথবা যোগাযোগ করতে পারেন কোম্পানির কেয়ার লাইন ০১৯৪৩-২২২৩৩৩ নম্বরে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Anup Kumar Saha , Junaid Ahmed , , Third Generation , Lifestyle Start , Executive Director , Executive Director Anup Kumar Saha , அனுப்பி குமார் சஹா , மூன்றாவது ஜெநரேஶந் , நிர்வாகி இயக்குனர் ,

© 2025 Vimarsana