কাতারে প্&#x

কাতারে প্রতিদিন ৪০ হাজার ডোজ ভ্যাকসিন বিতরণ


কাতার প্রতিনিধি
করোনা মহামারির প্রথম থেকেই কাতারে করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। উন্নত স্বাস্থ্য সেবার কারণে কাতারে চালু হলো বিশ্বের অন্যতম বৃহৎ করোনা টিকা কেন্দ্র যেখানে প্রতিদিন ২৫ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব।
এই কেন্দ্রে রয়েছে টিকা দেওয়ার জন্য ৩০০টি বুথ। টিকা দেবেন ৭০০ জন নার্স। সবমিলিয়ে ৩ লাখ বর্গমিটার জায়গা জুড়ে এটি তৈরি করা হয়েছে। কাতারের স্বাস্থ্যমন্ত্রী ড. হানান আলকুওয়ারি বুধবার (২২ জুন) এটি উদ্বোধন করেন। 
এই কেন্দ্রে বিভিন্ন কোম্পানির কর্মীদেরকে টিকা দেওয়া হবে। কনকো ফিলিপস কোম্পানি, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়, কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হামাদ মেডিকেল কর্পোরেশন এবং কাতার চ্যারিটির সহযোগিতায় এই বৃহৎ কেন্দ্রটি তৈরি করা হয়।
এটি ছাড়াও কাতারজুড়ে ২৭টি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে টিকা পাচ্ছেন প্রতিদিন ১৫ হাজার মানুষ। ফলে কাতারে সবমিলিয়ে প্রতিদিন গড়ে ৪০ হাজার ডোজ টিকা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে কাতারের ৭২ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Qatar , , Qatar Health , Philips Company , Hamad Medical Corporatione Qatar , Health Ministry , Qatar Health Ministry , Advanced Health , For Booth , Hannah Wednesday , Hamad Medical Corporation , கத்தார் , கத்தார் ஆரோக்கியம் , பிலிப்ஸ் நிறுவனம் , ஆரோக்கியம் அமைச்சகம் , கத்தார் ஆரோக்கியம் அமைச்சகம் , க்கு சாவடி , ஹமாத் மருத்துவ நிறுவனம் ,

© 2025 Vimarsana