ঝিনাইদহে &#x

ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১


ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের ছয়জন।
শুক্রবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।  
স্থানীয়রা জানান, সকালে পূর্ব বিরোধের জের ধরে মিলন ও জাফরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মোদাচ্ছের হোসেনসহ সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোদাচ্ছের হোসেনকে মৃত ঘোষণা করেন।  
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. এমদাদুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআই

Related Keywords

Milan , Lombardia , Italy , Bangladesh , Modasser Hussein , Modasser Hussain , Modasser Hossain , , Jhenaidaha Headquarters District , Jhenaidaha Headquarters Hospital , Jhenaidaha Headquarters , For Jhenaidaha Headquarters Hospital , மிலன் , லோம்பார்டியா , இத்தாலி , பங்களாதேஷ் ,

© 2025 Vimarsana