বায়তুল ম&#x

বায়তুল মোকাররমে ঈদের


ইসলাম
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়
স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত: সকাল ৭টা।
ইমাম​: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: মো. আতাউর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
 
দ্বিতীয় জামাত: সকাল ৮টা।
ইমাম​: হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
 
তৃতীয় জামাত: সকাল ৯টা।
ইমাম​: হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
 
চতুর্থ জামাত: সকাল ১০টা।
ইমাম​: হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: ক্বারী মো. ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
 
পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০ টা ৪৫ মিনিট।
ইমাম​: হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মো. শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।
বত‍র্মান করোনা পরিস্থিতিতে বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এমআইএইচ/ওএইচ/

Related Keywords

Bangladesh , Hafez Maulana , Temple Mukarram Eid , Hafez Qari Habib , Hafez Maulana Ehsanul Haque , Maulanam Abdullah , Eid Azhar , Eid Adha , Maulana Rahman , Hafez Qari Kazi Masudur , National Mosque Temple Mukarram , Temple Mukarram National Mosque , Islamic Foundation , Hafez Mufti Maulana Rahman Baby , Pack Baby , Hafez Mufti , Hafez Qari Kazi Masudur Baby , Hafez Qari Habib Baby , Hafez Maulana Baby Khan , Religious Ministry , பங்களாதேஷ் , ம Ula லானா ரஹ்மான் , இஸ்லாமிய அடித்தளம் , மத அமைச்சகம் ,

© 2025 Vimarsana