প্রিয় | ইন্&

প্রিয় | ইন্টারনেট লাইফ


প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ১২:১৯
দীর্ঘ দিন ধরে কিডনি ও মস্তিষ্কজনিত জটিলতায় ভুগছেন বরেণ্য চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এছাড়া তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণও ধরা পড়ে। এ কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে তার চিকিৎসা। জানা গেছে, গত চার মাস ধরে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রয়েছেন অভিনেতা।
ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছেন, তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে এখনো আইসিইউতে রাখা হয়েছে। ফারুকের চিকিৎসা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তাই ধীরে ধীরেই তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন। স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ফারহানা।
ট্যাগ:

Related Keywords

Baghdad , Iraq , Akbar Hussain , , Singapore Mount Elizabeth Hospital , Her Medical , Her State , பாக்தாத் , இராக் , சிங்கப்பூர் ஏற்ற எலிசபெத் மருத்துவமனை , அவள் நிலை ,

© 2025 Vimarsana