[email protected] : zoebartels80876 : তালতলা কবরস্থানে সমাহিত হবেন ফকির আলমগীর » www.dinajpur24.com বিনোদন শনিবার, ২৪ জুলাই ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন Toggle navigation শিরোনাম : দৃষ্টি আকর্ষণ-ঘোষণা আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১ ৭ গণসংগীতশিল্পী ফকির আলমগীর। ছবি : সংগৃহীত (দিনাজপুর২৪.কম) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গণসংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর। তার ছোট ভাই ফকির সিরাজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার সকাল ১১ টায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানকার মাটির মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থান রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।’ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১০টার দিকে ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। পরে রাত ১০টা ৫৬ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই পরে তাকে কোভিড ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। ফকির আলমগীরের ফুসফুসের ডান অংশ সংক্রমণমুক্ত হলেও তার বাম অংশ সংক্রমিত ছিল। -ডেস্ক দোয়া করে নিউজটি শেয়ার করুন.