‘দম লাগাকে হেঁইসা’ ছবি দিয়ে শুরু করেছিলেন, তারপর একের পর এক অন্য রকম ছবিতে কাজ করেছেন ভূমি পেড়নেকর। ভূমির ছবি মানেই সেই ছবিতে সমাজের প্রতি বার্তা থাকবে এমনটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই নিয়েই সম্প্রতি কথা বললেন বলিউডের অন্যধারার অভিনেত্রী ভূমি পেড়নেকর।