সবার ধারণা রিফাত একজন নিতান্ত শান্তশিষ্ট আর চুপচাপ স্বভাবের নেহাত এক ভালো ছেলে। বিকেলের যে সময়টাতে পাড়ার ছেলেরা মাঠে ক্রিকেট খেলে বেড়ায় সেই সময়টাতে সে বাসার ছাদে গল্পের বইয়ে মুখ গুঁজে থাকে। এর কারণ যে পাশের বাসার প্রতিদিন বিকেলে ছাদে আসা মেয়েটা, এটি অবশ্য রিফাত ছাড়া কেউ জানে না।