kolkata newsরাজ্য BJP-র সঙ্গে কি দূরত্ব বাড়ছে কৈলাস বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya)? রাজ্য BJP নেতাদের কাছে তাঁর কোনও খোঁজ নেই। বিজেপির শীর্ষ নেতাদের ধরাছোঁয়ার এক রকম বাইরে তিনি।
bolpur news'ফিরতে চাই তৃণমূলে', প্রকাশ্যে ক্ষমা চেয়ে গ্রামে মাইকিং করল বিজেপি কর্মীরা। ভোটের পরে এমন ঘটনা কার্যত নজিরবিহীন। লাভপুরের বিপ্রটিগ্রামে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মীদের এহেন মাইকিংয়ে কার্যত অবাক গ্রামবাসীরা।