ঝামেলা এড়াতে প্রশাসন প্রায়ই প্রগতিবাদীদের পক্ষে থাকে না, কিংবা খোদ প্রশাসনেই হয়তো আবহমান বাঙালি সংস্কৃতির বিরুদ্ধবাদী লোক গিজগিজ করছে। রিসোর্ট কেলেঙ্কারির পর মৌলবাদী গোষ্ঠীটিকে আপাতত শান্ত বলে মনে হলেও একটি ফরাসি প্রবাদের কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে: ঘুমন্ত জলের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না।