মঙ্গলবার আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিতে হবে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পরিচালক সানোজ মিশ্রকে। যা নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। বাংলায় এলে খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা তাঁর।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক সানোজ মিশ্র। ছবির নাম দেওয়া হয়েছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। ছবির ট্রেলার নিয়েই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
The controversial film, The Diary of West Bengal, is presented by Wasim Rizvi Films and produced by Jitendra Narayan Singh, with Tapas Mukherjee and Achintya Bosh serving as co-producers. 🎥 The Diary of West Bengal s Director Sanoj Mishra Summoned by Kolkata Police.