প্রাণ ফিরে পাচ্ছে পারুলী
রফিক সরকার || রাইজিংবিডি.কম প্রকাশিত: ০৮:১৫, ২০ জুলাই ২০২১
পাড়ে ঝোপ-ঝাড়, বছরের পর বছর ভেঙে পড়ছে পাড়ের মাটি। কোথাও কাঁদা-মাটি জমে নদীর পানি প্রবাহ আটকে গেছে। আবার শুষ্ক মৌসুমে মৃত প্রায় অবস্থা। গাজীপুরের শ্রীপুরের পারুলী নদীর চিত্রটি দীর্ঘদিন থেকেই এমন। তবে মার্চের শেষের দিকে পারুলী নদীর খনন কাজ শুরু হয়েছে। প্রাণ ফিরে পাচ্ছে নদীটি।
বাংলাদেশ পানি