চিরনিদ্রায় শায়িত হলেন তুমুল জনপ্রিয় ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ খোদা।আজ (৪ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর রায়ের বাজারে কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন মানুষ উপস্থিত ছিলেন। গীতিকারের ছেলে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ওয়াসিফ-এ-খোদা বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াসিফ-এ-খোদা নিজে, তার মা এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। এর মধ্য�
সালাম সালাম হাজার সালাম সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ রবিবার (৪ জুলাই) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, অসংখ্য কালজয়ী গ�
রাজধানীর রায়ের বাজার কবরস্থানে সমাহিত হবেন বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা। তাঁর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাম সালাম হাজার সালাম সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। স্ত্রী ও এক সন্তানসহ করোনায় আক্রান্�
সালাম সালাম হাজার সালাম সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শোক বার্তায় ডা. জাফরুল্লাহ বলেন, ফজল-এ-খোদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার, কালজয়ী গান সালাম সালাম হাজার সালাম র স্রষ্টা। এ ছাড়া তিনি বহু কালজয়ী গানের গীতিকার
গীতিকবি ফজল-এ-খোদা আর নেই » www dinajpur24 com dinajpur24.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinajpur24.com Daily Mail and Mail on Sunday newspapers.