নদীর জল বাংলাদেশের নদীর জলের মতোই ঘোলা। শহরের বুক চিড়ে বয়ে চলেছে। তারই দুইপাশে গড়ে ইঠেছে কর্ডোবা। শহরের পুরোনো এলাকায় নদীর এপার ওপার যোগাযোগের জন্যে রয়েছে রোমানদের তৈরী পুরোনো একটি সেতু।গাড়ী চলাচলের জন্যে বন্ধ, শুধুমাত্র হাঁটাপথেই এপার ওপার সম্ভব।
আমরা যেখানে গাড়ী পার্ক করলাম, সেখান থেকে হেঁটে সেতুর কাছে পৌঁছলাম। প্রচন্ড গরম, পয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রীর মতো হবে। মনে হয় যে