পরিবার নিয়ে অসহায় রঞ্জু চন্দ, দাবি সরকারি ঘর প্রকাশিত: ১২:৫৭, ১০ জুলাই ২০২১
আপডেট: ১৩:০০, ১০ জুলাই ২০২১
লকডাউনের আগে সেলুনে কাজরত রঞ্জু চন্দ
রঞ্জু চন্দ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা। পৌরসভার রেলওয়ে পার্কিং এরিয়ার এক সেলুনের কর্মচারী তিনি। সারাদিন সেলুনে কাজ করে ২০০ থেকে ৪০০ টাকা আয় রোজগার হতো। তা দিয়ে কোনোরকমে চলতো তার সাত সদস্যের সংসার।
কিন্তু করোনা প্রতি�