newsPoco M3 Pro 5G First Sale: 14 জুন ঠিক দুপুর 12টায় শুধু মাত্র Flipkart থেকে প্রথম বার বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে ফোনটি। আর সেলের প্রথম দিনই থাকছে আকর্ষণীয় কিছু অফার্স। SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য একদিকে যেমন থাকছে অফার, আর এক দিকে আবার Exchange Offers-এও রয়েছে ডিসকাউন্ট।