ওদের চোখে আমরা এলিয়েন টাইপের কিছু। যেন এইমাত্র স্পেসশিপে করে ল্যান্ড করেছি। আমাদের জিনিসপত্রও নেড়েচেড়ে দেখল তারা। যা হোক, লিক সারিয়ে আবার রওনা দিলাম। চা বাগানের আরও গভীরে ঢুকে যাচ্ছিলাম আমরা। দারুণ লাগছিল সবার, এটা বলতে হবেই। এর মধ্যে আবার শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। পাত্তা দিলাম না। কিন্তু কিছুক্ষণ চালানোর পর শ্রীমঙ্গলের ঐতিহ্য অনুযায়ী আবার আমার ট্রেকের চাকা লিক। যাক এবা�